শিক্ষার্থীর শারীরিক,মানসিক,নৈতিক,আবেগিক,সামাজিক,নান্দনিক বিকাশ সাধন ও তাকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রাথিমক শিক্ষা অফিস। জকিগঞ্জ উপজেলায় ১০৭টি সরকারি,১৯টি রেজিস্টার্ড,০৫টি কমিউনিটি,০১টি অনুমতিপ্রাপ্ত,১৯টি কেজি,২৯টি এফআইভিডিবি(এনজিও) প্রাথমিক বিদ্যালয়সহ দুই শতাধিক প্রতিষ্ঠান ০৬+---১০+ বছর বয়সী ৪০ সহস্রাধিক শিশুদের প্রাথমিক শিক্ষায় নিয়োজিত রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস